ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জুন ৮, ২০২৩
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএস এন্টারপ্রাইজ নামের এক গার্মেন্টসে আগুন লেগেছে।
 
বুধবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত গার্মেন্টসে আগুন লাগে।  


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতি মালিকপক্ষের সঙ্গে কথা বলে ও তদন্তের পর বলা যাবে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনো অল্প আগুন রয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এমআরপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।