ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় এক সপ্তাহের ব্যবধানে দুই ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ৮, ২০২৩
আলমডাঙ্গায় এক সপ্তাহের ব্যবধানে দুই ডাকাতি

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ-নাগদাহ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) রাত ৮টার দিকে ছোট পুটিমারী গড়চাপড়া এলাকায় লাল গামছা পরিহিত ডাকাত দলের ৬ সদস্য এ তাণ্ডব চালায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ-নাগদাহ সড়কের ছোট পুটিমারী গড়চাপড়া এলাকায় মুখে লাল গামছা পরিহিত ছয় ব্যক্তি বাঁশ বাগানের মধ্য থেকে সড়কে বেরিকেড দেয়।     

এসময় পাইকপাড়ার ঘোলদারি গ্রামের জহুরুল ইসলামের পাখি ভ্যানের গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। এসময় পাখিভ্যানের চার নারী যাত্রী ও ৩/৪ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও ২ জোড়া স্বর্ণের চেইন (১ ভরি ওজনের), বিদেশি লাইট লুট করে নেয়। পরে ডাকাত সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা মুক্তি পায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বিষয়টি তিনি লোক মারফত শুনেছেন। ঘটনার বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ০৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।