ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রোমানিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
রোমানিয়ায় মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ আটক ২

ঢাকা: রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।  

বুধবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. আক্তার হোসেন খন্দকার শানু (৪৩) ও তার প্রধান সহযোগী তাকবির হোসেন সবুজ (৪৮)।  

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া তারা রোমানিয়া পাঠিয়ে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য আরও অর্থ দাবি করতেন।  

তাদের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন।     

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।