ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বন্দরে ২০ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বন্দরে ২০ কেজি গাঁজাসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ফেনী সদরের পলেশ্বর এলাকার মো. মিন্টুর ছেলে মো. শিপন (২০) এবং একই থানার সুলতানপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. মিলন (২০)।

এ ব্যাপারে পুলিশের টিআই ইব্রাহিম জানান, গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানীর দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটকদের কাছে থাকা ৩টি ব্যাগের ভেতর থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।