ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশে চার দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
পলাশে চার দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি 

নরসিংদী: নরসিংদীর পলাশে চারটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জুন) রাতে উপজেলার পণ্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে এ আগুন লাগে।

আগুনে তিনটি মুদি দোকান ও একটি কাপড়ের ওয়েস্টিজ গোডাউন পুড়ে যায়।

বুধবার (১৪ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পলাশের সাকুরঘাট নামক স্থানে একটি মুদি দোকানে আগুন লাগে। এ আগুন একে একে চারটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে খবর জানায় স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন।  

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দুটি ইউনিট ছাব্বিশ মিনিটের চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে চার দোকানের সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলেন। এই আগুনে পুড়ে যায় মাসুম, সুজন খান, শফিকুলের তিনটি মুদি দোকান ও জাকির হোসেনের ওয়েস্টেজ কাপড়ের দোকান।

ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।  

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় মাত্র ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি। তিনটি মুদি দোকানে আগুন বেশি ছড়িয়ে পড়লেও ওয়েস্টেজের দোকানে আগুন ছিল কম। প্রাথমিকভাবে ধারণা করছি হয়ত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। সম্পূর্ণ তদন্ত শেষ এই আগুনে ক্ষয়ক্ষতি কি পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুন ১৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।