ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘরের আড়ায় ঝুলছিল মাদরাসাছাত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ঘরের আড়ায় ঝুলছিল মাদরাসাছাত্রীর মরদেহ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে কেয়া মনি (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কেয়ামনি চল্লিশ কাহনিয়া গ্রামের আবদুল মজিদ খানের মেয়ে ও উত্তমপুর চল্লিশ কাহানিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেয়ামনির পরিবারের কেউ বাড়িতে না থাকায় ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে সে ফাঁস নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে সে আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। পরে পুলিশ গিয়ে ঘরের আড়ায় ঝুলতে থাকা মরদেহটি উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে  ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।