ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনী পৌর মেয়রের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মামলায় গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
গাংনী পৌর মেয়রের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মামলায় গ্রেপ্তার ২

মেহেরপুর: গাংনী পৌর মেয়রের মাছের ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের আব্দুর রহমানের ছেলে আমজাদ হোসেন (৪৫) ও আসাদুজ্জামানের ছেলে মেহেদী (২০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার (১১ জুন) দিনগত রাতে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর এলাঙ্গী বিলে বিষ দিয়ে প্রায় ৮০ লাখ টাকার মাছ নিধন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মেয়র আহম্মেদ আলী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং (২৫)(৬)২৩।

ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।