ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো এলাকার একটি বাসা থেকে শামীমা (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে পূর্ব বাসাবোর পাটোয়ারী গলির ১/১৬/৩ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মৃত শামীমা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
শনিবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে সবুজবাগ থানা পুলিশ। তাদের ধারণা, ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহকর্মী।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ উল্লেখ করেন, এক মাস আগে বিয়ে হয় শামীমার। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের কিছুদিন পর পূর্ব বাসাবোর ওই বাসায় গৃহকর্মীর কাজ নেয় সে। শুক্রবার (১৬ জুন) রাতে গৃহকর্তার বাসায় ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে শামীমার বড় বোন ফাতেমা আক্তার জানান, ইমন নামে এক ছেলের সঙ্গে মাসখানেক আগে বিয়ে হয় শামীমার। তবে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। সেজন্য তাকে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। তবে হঠাৎ কী কারণে সে ফাঁস দিয়েছে, সে বিষয়টি এখনো তাদের কাছে অজানা বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এজেডএস/এনএস