ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় মাটিচাপা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
উখিয়ায় মাটিচাপা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ায় বসত ঘরের মাটির দেয়াল ধসে আরেফা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

আরেফা আক্তার ওই এলাকার মোহাম্মদ শাহজাহানের মেয়ে। সে স্থানীয় আব্দুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান পাহাড়ের ওপরে একটি মাটির ঘর নির্মাণ করেন। এবং ঘরের পাশ থেকে মাটি কেটে বিক্রি করেন। এতে ঘরটি লাগোয়া পাহাড়ের নিচে বড় একটি গর্তের সৃষ্টি হয়। শনিবার দুপুরে বসত ঘর লাগোয়া ওই গর্তে আরেফা আক্তারসহ আরও কয়েক শিশু খেলছিল। এ সময় ভারী বৃষ্টি শুরু হলে আকস্মিক বসতঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে অন্যরা বেরিয়ে আসতে পারলেও আরেফা মাটিচাপা পড়ে।

ওসি বলেন, খবর পেয়ে স্বজনরা আরেফা আক্তারকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩

এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।