ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাবার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সাতক্ষীরায় বাবার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বাবার সামনে বজ্রপাতে অঙ্কুর বৈদ্য (২৮) নামে ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অঙ্কুর বৈদ্য একই গ্রামের পরিমল বৈদ্যর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন মোড়ল জানান, অঙ্কুর তার পিতা ও স্ত্রী কন্যাকে নিয়ে রোববার সকালে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। চাঁদখালী বিল পাড়ি দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অঙ্কুরের মৃত্যু হয়। তবে, পরিবারের অন্যান্য সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, চোখের সামনে অঙ্কুরের মৃত্যুতে তার পিতা স্ত্রী ও সন্তানরা শোকে বিমর্ষ হয়ে পড়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।