ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আগামী সোমবার (১৯ জুন) বঙ্গভবনে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে স্যারদের এখনও দেখা হয়নি। তাই স্যারেরা নতুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন দুপুর সাড়ে ১২টায়।
সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। আর নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে রয়েছেন।
মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই হবে প্রথম সৌজন্য সাক্ষাৎ।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ইইউডি/আরবি