ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু: মা -সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু:
মা -সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মারা যাওয়া মাহবুবা রহমান আঁখি (২৫) ও নবজাতকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মা ও নবজাতকের ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

পরে এ তথ্য নিশ্চিত করেছেন মর্গ সহকারি সেকান্দার আলী।

তিনি জানান, চিকিৎসক স্যাররা মা ও তার সন্তানের ময়নাতদন্ত শেষ করেছে। এখন আরও কিছু প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

মর্গ থেকে অপর একটি সূত্র জানান, ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্তের কক্ষে মেডিকেল কলেজের ছাত্রদের নিয়ে ক্লাসের পরে ময়নাতদন্ত সম্পন্ন করেন।

>>> আরও পড়ুন: মৃত আঁখি ও তার সন্তান এখন ঢামেক মর্গে /  সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা: সন্তানের পর চলে গেলেন আঁখিও

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।