ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
জনপ্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য: প্রতিমন্ত্রী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন: ফাইল ফটো

ঢাকা: জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৯ জুন) জাতীয় সংসদের প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

 

এ সময় স্পিকার ড.  শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এদিন সংসদের প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, দেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়/বিভাগ/অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।