ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যমুনায় অভিযানে গিয়ে রাইফেল খোয়ালেন কনস্টেবল! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
যমুনায় অভিযানে গিয়ে রাইফেল খোয়ালেন কনস্টেবল! 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযানে গিয়ে রাইফেল হারিয়ে ফেলেছেন মো. আল আমিন নামে এক পুলিশ কনস্টেবল।  

সোমবার (১৯ জুন) দুপুরের দিকে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলার বিরুদ্ধে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

মো. আল আমিন নামে ওই পুলিশ সদস্য জেলার দৌলতপুর থানায় কর্মরত।  

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নদীতে খনন যন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বাঘুটিয়া ইউনিয়নের প্রভাবশালী এক ব্যক্তি। নদী থেকে বালু তোলার কারণে ভাঙনের মুখে পড়েছে বাড়িঘর। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার সোমবার সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন পুলিশ সদস্য আল আমিনও। ড্রেজার মেশিনটি জব্দ করার সময় হঠাৎ তার সরকারি রাইফেলটি যমুনা নদীতে পড়ে যায়। রাইফেলটি উদ্ধারের চেষ্টা চলছে।  

এ ব্যাপারে জানতে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।  

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাইফেলটি খুঁজছে। এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলব।  
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২৩ 
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।