ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর কাজলায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
রাজধানীর কাজলায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় বাসচাপায় আলাউদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বেলাল হুসাইন জানান, সকালে কাজলা ভাঙ্গাপ্রেস ব্রিজের গোড়ায় ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাসের নিচে চাপা পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন নাকি ওই বাস থেকেই নেমেছিলেন তা আশপাশের কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহতের ভাতিজা মো. লিটন জানান, তার বাড়ি বরিশালের পাতারহাট উপজেলার নলবুনিয়া গ্রাম। বর্তমানে যাত্রাবাড়ী মৃধাবাড়ী এলাকায় ২ ছেলে ও ১ মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন। প্রাইভেটকার চালাতেন তিনি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানেন না। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।