ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ীর ৬ লাখ টাকা খোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ীর ৬ লাখ টাকা খোয়া

মেহেরপুর: গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৬ লাখ টাকা খুইয়েছেন তহিদুল ইসলাম (৪৫) নামের এক গরু ব্যবসায়ী।

সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর থেকে বামন্দী পশুর হাটে আসার সময় এ ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তহিদুলকে গুরুতর অসুস্থ অবস্থায় মিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

তৌহিদুল ইসলাম মিরপুর বাস স্ট্যান্ড এলাকার সাইফুল বিশ্বাসের ছেলে।

জানা গেছে, তোহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে বামন্দী পশু হাটের উদ্দেশে রওনা দেন। মিরপুর বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে লোকাল বাসে তিনি বামন্দীর দিকে আসছিলেন। পথেমধ্যে তাকে অচেতন করে তার কোমরে থাকা ব্যাগের মধ্য থেকে ৬ লাখ টাকা নিয়ে শটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ অবস্থায় তোহিদুলকে তেরাইল বাজারে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়।  

এ সময় স্থানীয়রা তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয়। পরে বামন্দী পশু হাটে থাকা তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তৌহিদুলকে নিয়ে কুষ্টিয়ার মিরপুর হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানায় স্থানীয়রা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।