ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সন্ধ্যার পর ফাঁকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
সন্ধ্যার পর ফাঁকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

সিরাজগঞ্জ: যানবাহনের চাপ কমে ফাঁকা হতে শুরু করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুট।

বুধবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় একদমই কমে আসে গাড়ির চাপ।

এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত গাড়ির চাপে এ মহাসড়কে ধীরগতি দেখা যায়। তবে এবারের ঈদযাত্রায় বড় কোনো যানজট সৃষ্টি হয়নি সিরাজগঞ্জের কোনো রুটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, গত তিনদিন ধরেই গাড়ির চাপ ছিল। শেষ মুহূর্তে আজকে বিকেল পর্যন্তও ব্যাপক যানবাহন চলাচল করেছে। সন্ধ্যা থেকে গাড়ির চাপ কমে ফাঁকা হতে থাকে এ মহাসড়ক।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।