ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কসবায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
কসবায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের ধাক্কায় জয় কুমার দাস (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

শুক্রবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জয় জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ কুমার দাসের ছেলে।

আহতরা হলেন- নিহতের স্ত্রী রিতা রানী দাস ও তার মেয়ে পিয়শী রানী দাস, শ্যালিকা মিশু রানী দাস।

খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, জয় তার পরিবারসহ অটোরিকশায় করে মেয়ের বাড়ি কসবার বড়াজাঙ্গাল গ্রামে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় এলে তাদের অটোরিকশাটিকে পেছন থেকে দিগন্ত পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয় নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

ওসি আকুল চন্দ্র বিশ্বাস আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।