ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তার স্বামী বিল্লাল হোসেন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার নস্তী এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি একই উপজেলার পদ্মরাজপুর গ্রামে।

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মুনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মরিয়মকে মোটরসাইকেলে করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। পথে নস্তী এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্বামী-স্ত্রী দুইজনই আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এরপর সেখানে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত স্বামী বিল্লালকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।