ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশবনে পড়েছিল নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
কাশবনে পড়েছিল নারীর মরদেহ প্রতীকী ছবি।

খুলনা: খুলনার হরিণটানা থানাধীন রায়েরমহল এলাকার আন্দিরঘাট ব্রিজের দক্ষিণ পাশে কাশবন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জন কুমার গাইন বলেন, স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকায় নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। তার পরনে কালো সেলোয়ার কামিজ ও কালো বোরকা ছিল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ও সিআইডি ঘটনাস্থলে যান। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত নারী ওই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে তাকে এনে কাশবনের মধ্যে নিয়ে হত্যা করা হয়েছে। তার মাথার তালু বরাবর আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।