ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নকলায় বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
নকলায় বজ্রপাতে নারীর মৃত্যু ফাইল ফটো

শেরপুর: শেরপুরের নকলায় বজ্রপাতে লিজান বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে।

লিজান চরভাবনা গ্রামের খোকা মিয়ার স্ত্রী।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলছিলেন লিজান। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে লিজান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, বজ্রপাতে নিহত লিজানের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।