ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

সিলেট: সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা শুরু করেছে।

নিহত সবার পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে (ইজিবাইক চালক) মো. কামাল আহমদ (২৫) ও উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলংয়ে অভিমুখী বাসটি বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ইজিবাইকে চালক ছাড়াও সাতজন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু। হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টায় আছি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।