ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আজহারুল ইসলাম (২৮), সবুজ রায় শান্ত (১৮) ও দিপু রায় আপন (১৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অজিত চন্দ্র রায়।

রোববার (৯ জুলাই) রাতে পঞ্চগড় সদর উপজেলার বোর্ড বাজারে ও গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বোদাপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আজহারুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে সবুজ রায় শান্ত ও দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্রামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে দিপু রায় আপন। আহত অপর আরোহী লক্ষীরহাট ঘোষ পাড়া গ্রামের আমিন চন্দ্র রায়ের ছেলে অজিত চন্দ্র রায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক স্থানে তিনজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

স্থানী সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের বোর্ড বাজারে একটি চলন্ত ইজিবাইককে পেছনে থাকা পঞ্চগড়গামী একটি ট্রাক ইজিবাইকের পেছনে গিয়ে হর্ন দিলে ভয়ে রাস্তায় লাফিয়ে পড়েন আজহারুল। এতে চলন্ত ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ জুলাই) সকালে মারা যায় আজহারুল।  

এদিকে, একইদিন রাত দেড়টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের গ্রামীণফোন টাওয়ারের দিকে মোটরসাইকেল মোড় ঘুরানোর সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে ও গুরতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।