ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় ফেনী-নোয়াখালীর মহাসড়কের দুলামিয়া কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
নিহত দুজনের মধ্যে একজন হলেন মো. শুভ (৩৫)। তিনি নোয়াখালীর সদর থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহত অপর নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ফেনী থেকে নোয়াখালী জেলার সদর থানার দিকে যাচ্ছিলো। দাগনভূঞা দুলামিয়া কটন মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক (দাগনভূঞা বাজার) থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় আহত তিনজন দাগনভূঞার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএইচডি/আরআইএস