ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোহর আলী (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাত ১০টায় এ ঘটনা ঘটে।

 

নিহত মোহর আলী উপজেলার চৈতনকান্দা নয়াপুর এলাকার মৃত কালাই মিয়ার ছেলে।

এর আগে ওই দিন সন্ধ্যায় আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাট সড়কের মানিকপুর বাজার এলাকায় বাড়ি যাওরয়ার পথে একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।