ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ডেঙ্গু আক্রান্ত ৩৭, হাসপাতালে ভর্তি ১৪

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
সাভারে ডেঙ্গু আক্রান্ত ৩৭, হাসপাতালে ভর্তি ১৪

সাভার (ঢাকা): সাভারে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে সাভারের কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার মো. হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, গত দুই সপ্তাহের তুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। আমাদের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী চিহ্নিত করা গেছে।

এদের মধ্যে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সায়েমুল হুদা বাংলানিউজকে বলেন, ১ জুলাই থেকে এখন পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১২ জুলাই, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।