ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাশকতার আশঙ্কায় ঢাকার প্রবেশমুখে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
নাশকতার আশঙ্কায় ঢাকার প্রবেশমুখে তল্লাশি

ঢাকা: ঢাকায় নাশকতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।  

বুধবার (১২ জুলাই) গাবতলী, আমিনবাজারে তল্লাশির নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান।

 

তিনি বলেন, আজ ঢাকায় বড় দুটি দলের সমাবেশ রয়েছে। এগুলো ঘিরে নাশকতামূলক কার্যক্রম হতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। সে কারণে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছি, তল্লাশি করছি।

তিনি বলেন, তল্লাশির কারণে ধীরগতি হলেও যান চলাচল সচল রয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই ব্যবস্থা।

জানা গেছে, বুধবার সকাল থেকে এ তল্লাশি শুরু করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, নেতা-কর্মীর মুঠোফোন নিয়ে কললিস্ট-ছবি-মেসেজ দেখার পর তাদের আটক ও হয়রানি করা হচ্ছে।

এদিকে ডিএমপির ঊর্ধ্বতনরা জানিয়েছে, আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিকে ঘিরে সার্বিক প্রস্তুতি পুলিশের রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ স্বীকার করলেও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় পুলিশ কর্তৃক যানবাহনে তল্লাশি ও আটকের অভিযোগ অস্বীকার করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা।

তিনি বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। আমাদের সংশ্লিষ্ট থানার ওসি গাবতলীতে আছেন। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনা পুলিশের পক্ষ থেকে ঘটেনি।

রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে সমাবেশ করছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৩ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। একই ২৩ শর্তে রাজধানীতে ডাকা শান্তি সমাবেশের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকেও অনুমতি দিয়েছে ডিএমপি।

সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি রয়েছে। পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে ও বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা আশঙ্কা করা হচ্ছে না। তবে বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে।

রমনা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য এখন পর্যন্ত নেই। তারপরও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারাও নজর রাখছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।