ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ইজিবাইক চাপায় প্রাণ গেল চটপটি বিক্রেতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
খুলনায় ইজিবাইক চাপায় প্রাণ গেল চটপটি বিক্রেতার নিহত সুজনের ফাইল ফটো।

খুলনা: খুলনায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সুজন (২৫) নামের এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে মহানগরের লবণচরা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন হরিণটানা এলাকার আবু বক্কার সিদ্দিকীর ছেলে এবং চটপটি বিক্রেতা ছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, লবণচরা থানার টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে রাস্তার উল্টো পথ ধরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সুজন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সুজন। পথচারীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।