ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে বাসচাপায় পথচারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
চরফ্যাশনে বাসচাপায় পথচারী নিহত 

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

নিহত কালু খাঁ (৬৫) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছে বাসের ১০ যাত্রী। এদের মধ্যে ৪ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাসেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শশীভূষণ থেকে আবির পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিল। পথে ওসমানগঞ্জ এলাকায় এসে বাসটি ব্রেক ফেল করে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।  

পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।