ঢাকা: রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ বিপ্লব ও সানোয়ার গাজী।
সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
একই স্থানে বিকেল সাড়ে ৩টার দিকে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাদের আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, হিরো আলমকে মারধরের ঘটনায় সন্দেহজনক হিসেবে কয়েকজনকে আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসজেএ/আরএইচ