ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ছয়তলা একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহিম পৌর এলাকার সয়াগোবিন্দ ভাসানী রোড এলাকার ফরহাত হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলনিউজকে জানান, সয়াগোবিন্দ সিদ্দিক মোড় এলাকার নূর আলম সিদ্দিকের ছয়তলা ভবনে রঙের কাজ করছিলেন আব্দুর রহিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে তিনি পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।