ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
দিনাজপুরের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ দুর্ঘটনাকবলিত বাস

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও নয়জন।

 

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাত ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে বাসের যাত্রী জান্নাত আরা (১২) ও পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ট্রাক চালক আকরাম হোসেন (৩৫)।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, 'মা' এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে দিনাজপুরে আসছিল। পথে চড়ারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও বাসে থাকা এক শিশু নিহত হয়। এছাড়াও আহত নয়জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি রাস্তা থেকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। ট্রাক চালক আকরামের মরদেহ থানায় নেওয়া হয়েছে। আর নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।