ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপির পদযাত্রায় মেট্রোরেলে বাড়তি চাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বিএনপির পদযাত্রায় মেট্রোরেলে বাড়তি চাপ

ঢাকা: বিএনপির পদযাত্রার ফলে রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বিএনপির পদযাত্রা মিরপুর ১০ নম্বর গোল চত্বর অতিক্রমের পর মেট্রোরেল স্টেশনে যাত্রীদের এ বাড়তি চাপ দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনে ভেন্ডিং মেশিনের সামনে টিকিট ক্রয়ের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বহু মানুষ। ট্রেনের ভেতরেও আসনের প্রায় দ্বিগুণ যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করছেন।

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের মেট্রোরেলের নিরাপত্তা কর্মী মিলন জানান, অন্যান্য দিন এ সময়ে যাত্রীদের ভিড় কম থাকে। আজকে বিএনপির পদযাত্রার খবরে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় যানজট লেগেই রয়েছে। তাই অনেকেই দ্রুত আগারগাঁও অভিমুখে উত্তরা যেতে মেট্রোরেল ব্যবহার করছেন। তাই এ সময়ে যাত্রীদের চাপ বেশি রয়েছে।

এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে বিএনপির পদযাত্রার অগ্রভাগ মিরপুর ১০ নম্বরে পৌঁছাতে দেখা যায়। পদযাত্রার শেষ অংশ দুপুর ১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর অতিক্রম করতে দেখা গেছে।  

বিএনপির পদযাত্রায় ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, বাউল দল ও ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।