ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
মাগুরায় ইয়াবাসহ কারবারি আটক

মাগুরা: মাগুরা শালিখায় ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২২ জুলাই) সকালে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক স্বপন যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের নিত্যানন্দ সাহার ছেলে।  

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬০০টি ইয়াবাসহ যাত্রী স্বপনকে আটক করা হয়। এ ব্যাপারে শালিখা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।