ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, সহকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
সৈয়দপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, সহকারী নিহত প্রতীকী ছবি

নীলফামারী: দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ফজলুর রহমান নামে এক ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পথচারী।

 

নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের মুজার মোড় এলাকায় রোববার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, রাস্তার পাশে বিকল একটি ট্রাক মেরামত করা হচ্ছিল। এসময় সৈয়দপুর বাস টার্মিনাল থেকে একটি ট্রাক ওই পথে এসে দাঁড়িয়ে থাকা  ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন দাঁড়িয়ে থাকা ট্রাকের সহকারী ফজলুর রহমানসহ দুই পথচারী।

তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সহকারী ফজলুর রহমান। অন্যরা চিকিৎসাধীন।

ফজলুর রহমানের বাড়ি নওগাঁ জেলার কুমারিয়া গ্রামে। তাঁর বাবার নাম আজিজুর রহমান।  

ওসি আরও জানান, মরদেহ হিমঘরে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের  খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।