ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: এখনও মামলা হয়নি, তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: এখনও মামলা হয়নি, তদন্ত শুরু দুর্ঘটনাকবলিত বাসটি

ঝালকাঠির: ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে উল্টে ১৭ যাত্রী নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার জানান, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। কেউ মামলা দিলে তা রেকর্ড করা হবে। একান্ত যদি কেউ মামলা না করে, সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  

ঝালকাঠি জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মামুন শিবলী বলেন, কমিটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রীদের সঙ্গে কথাও বলা হয়েছে। গাড়ির ফিটনেসসহ কাগজ সঠিক ছিল কি না বা কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত সম্পন্ন না হলে বলা যাচ্ছে না। এছাড়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতরা প্রায় সবাই ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে আহত দু’জন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলেও জানিয়েছেন চিকিৎসকরা।  

এছাড়া বাস দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনার রোববার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।  

তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। তারা কেউই মামলা করতে আগ্রহী না। যে কারণে এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, এর মধ্যে কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

** ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে নিহত ১৭
** নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।