ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
না.গঞ্জে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের চাষাড়ায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়ি চাপায় আহত আমজাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

 
সোমবার (২৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার সময় আমজাদ হোসেন নামে আরও একজন মারা যান। এ ঘটনায় মাহমুদা আক্তার নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের ঘটনায় দুপুরের দিকে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  
এর আগে নারায়ণগঞ্জ চাষাড়ায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাহাঙ্গীর হোসেন।  
এদিকে ঢামেক হাসপাতালে আমজাদ হোসেনের মরদেহ শনাক্ত করেন তার ছোট ভাই আমির হোসেন।

তিনি জানান, তার ভাই নারায়ণগঞ্জ চাষাড়ার এলাকায় থেকে মামুন পরিবহন নামে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় তার ভাই সড়কে ছিল।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এজেডএস/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।