ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চোরাকারবারির কোমরে পেঁচানো ছিল ৬ পিস স্বর্ণের বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
চোরাকারবারির কোমরে পেঁচানো ছিল ৬ পিস স্বর্ণের বার

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ছয় পিস স্বর্ণের বারসহ মো. রবিউল ইসলাম (৬০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভোমরা বিওপির একটি দল বুধবার রাতে ভোমরা আইসিপির ফলমোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় অভিযানিক দলটি এক ব্যক্তিকে আটক করে।  

তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের বাসিন্দা। পরে তার শরীর তল্লাশি করে কালো স্কচটেপ দিয়ে কোমরে পেঁচানো অবস্থায় ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৯৬ লাখ ১ হাজার ৭৬৬ টাকা।

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা ও আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।