ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোমবার ঢাকায় শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর-দক্ষিণ আ. লীগ

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
সোমবার ঢাকায় শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর-দক্ষিণ আ. লীগ

ঢাকা: অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আজ (৩০ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে সোমবার।

উল্লেখ্য, সোমবার (৩১ জুলাই) বিএনপিও সারা দেশে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, বিএনপির কর্মসূচি ঘোষণার পর, সেদিনই রাজধানীতে বড় জমায়েতের কথা চিন্তা করে বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘রোববার থানা এলাকাগুলোতে বিক্ষোভ সমাবেশ করা হবে। তবে আমরা সোমবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বড় সমাবেশের আয়োজন করেছি। ’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, বাণিজ্য মেলার মাঠে সমাবেশ সফল করতে রোববার তেজগাঁওয়ে বর্ধিত সভা ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।