ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত প্রতীকী ছবি

সিলেট: সিলেটের নগরের লাক্কাতুড়া চা বাগান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই)  সকালে লাক্কাতুরা সবুজ সংঘের গলিতে এ ঘটনা ঘটে।

 

নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। তিনি বর্তমানে নগরের কুয়ারপারস্থ সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে ছুরিকাহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি বলেন, ওই যুবকের শরীরে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  তবে এ ঘটনা কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।