ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০২ আগস্ট) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সয়দাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনছার আলী জানান, ভোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।