ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে পিকআপভ্যান উল্টে দুই ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
মির্জাপুরে পিকআপভ্যান উল্টে দুই ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে আম ভর্তি পিকআপভ্যান উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বুধবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।  

পুলিশ জানায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা আম ভর্তি একটি পিকআপভ্যান মহাসড়কের জামুর্কী ব্রিজের কাছে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপভ্যানটি মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যান এবং গুরুতর আহত হন আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।