ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
শিবালয়ে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৩০) নামে এক বাইকার নিহত হয়েছেন।

বুধবার (০২ আগস্ট) সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শফিকুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি সহকারী পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে জেলার শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, সকালের দিকে মোটরসাইকেলে করে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় অজ্ঞাত এক বাসের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।