ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দোকানের ৫০ হাজার চুরি, আটক ২ ছাত্রলীগ নেতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
দোকানের ৫০ হাজার চুরি, আটক ২ ছাত্রলীগ নেতা  আটক দুই ছাত্রলীগ নেতা রাসেল হোসেন অপু ও রাকিব হোসেন সুমন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।  

তারা হলেন - চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের দুই সহ-সম্পাদক রাকিব হোসেন সুমন ও রাসেল হোসেন অপু।

 

বুধবার (৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।  

তবে কখন এবং কোথা থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।  

তিনি বলেন, সুমন ও রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  

আটক সুমন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে ও অপু একই এলাকার রুহুল আমিনের ছেলে। তারা সদ্য থানা ছাত্রলীগের পদ পেয়েছেন।  

থানায় চুরির অভিযোগকারী চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের মুন স্টিল ফার্নিচারের কারিগর মো. সাকিল। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে।  

অভিযোগ সূত্র জানা যায়, মঙ্গলবার (৮ আগস্ট) কর্মচারী তানভীর হোসেনকে দোকানে বসিয়ে আছরের নামাজ পড়তে যান কারিগর সাকিল। বিকেল ৫ টা ২০ মিনিটে সুমন ও অপু দোকানে আসেন। তখন তানভীরের সঙ্গে কথা বলে অপু তাকে অন্যমনস্ক করে রাখে। এ সুযোগে সুমন দোকানের টুলবক্সে রাখা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানে ফিরে টুলবক্স খোলা দেখে সাকিলের সন্দেহ হয়। পরে তিনি সিসি ক্যামেরার ফুটেজে সুমন ও অপুকে দেখতে পায়। তাদের কাছে টাকা চুরির ঘটনায় জানতে চাইলে তারা সাকিলকে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেন। পরে তিনি চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।  

দুই ছাত্রলীগ নেতা আটকের বিষয়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি জানি না।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।