ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ: শোকের মাস আগস্টের দশম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ (এমপি) ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন শিকদার, শওকত শাহিন, মাছুদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, হাবিবুর রহমানসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।