ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেকের প্যাকেটে হাজার ইয়াবা, মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
কেকের প্যাকেটে হাজার ইয়াবা, মাদক কারবারি আটক আটক মাদক কারবারি

সাভার (ঢাকা): ঢাকার সাভারে কেকের প্যাকেটে ইয়াবা এনে বিক্রির সময় আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে তাকে আটক করে পুলিশ।

আটক আব্দুল্লাহ আল মামুন (৩৮) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মৃত কলিম উদ্দিনের ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গতকাল রাতে সিএন্ডবি এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে মামুন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছে কেকের প্যাকেটে লুকানো ১ হাজার ১০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।  

এসআই আরও জানান, আটক মামুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় ছয়টি মাদক মামলা রয়েছে। সোমবার (১২ আগস্ট) সাভার মডেল থানায় মাদক আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। পলাতক সুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।