নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বরহট্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী ধামইরহাট উপজেলার ইসপপুর গ্রামের জানবক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পত্নীতলার নজিপুর পৌরসভার হরিরামপুরে বসবাস করে আসছিলেন এবং উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ আলী স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে নজিপুরের বাসায় ফিরছিলেন। এসময় স্কুল থেকে এক কিলোমিটার দূরে গগনপুর-নজিপুর আঞ্চলিক সড়কের বরহট্টি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরএ