ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, সাতক্ষীরায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, সাতক্ষীরায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাতক্ষীরা: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিন নেতাকে অব্যাহতি দিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। এছাড়া তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্র দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসাসূচক ফেসবুক স্ট্যাটাসের কারণে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করলেও বহিষ্কারাদেশে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।  

বহিষ্কৃতরা হলেন, তালা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাঈনুল ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশিক কবির।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।