ময়মনসিংহ: ওয়ার্কসপে কাজ করার সময় ব্যাটারির শর্ট সার্কিট থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ি ময়লাকান্দা এলাকার একটি ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওয়ার্কশপ শ্রমিক মো. জাকির হোসেন জানান, শেরপুর ময়মনসিংহ সড়কে চলাচল করা সোনার বাংলা বাসটিতে আমি কাজ করছিলাম। এ সময় হঠাৎ বাসের ভেতরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে- বাসের ব্যাটারির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের বক্তব্য জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এফআর