ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
সদরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাত শিকদার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রিফাত ওই ইউনিয়নের ঠাকুরচর গ্রামের বাবুল শিকদারের ছেলে।  আহতরা হলেন- শামিম মোল্লা (২০) ও মো. জুবায়ের (১৭)।

জানা গেছে, আহতদের প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শামিম ও রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। রিফাত বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবং গুরুতর আহত শামিমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।  

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।